সারা বাংলা

চট্টগ্রামে ৯টি সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

চার দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম নগরের ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৯টির বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম সরকারি মডেল স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যেসব স্কুলে পরীক্ষা স্থগিত রয়েছে, সেগুলো হলো- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবসার উদ্দিন জানান, কর্মবিরতির কারণে পরীক্ষা স্থগিত আছে। বন্ধের দিন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, চার দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের কর্মবিরতি চলছে। তাদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ। শূন্য পদে নিয়োগ। পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান। সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।