মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামে নিউ জিল্যান্ড। আর এর মধ্য দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। তবে প্রথম টেস্টের শুরুটা প্রত্যাশামতো হয়নি তাদের।
ক্রাইস্টচার্চে সকালে হঠাৎ মেঘ বর্ষণের পর উইকেট বৃষ্টিও ঝরে। তাতে মাত্র ৭০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে প্রথম দিন শেষ করে কিউইরা। দুই লেজের ব্যাটসম্যান জ্যাক ফউলকস (৪) ও জ্যাকব ডাফি (৪) অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। কেমার রোচের বলে জাস্টিন গ্রেভেসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডেভন কনওয়ে। সিলভার ডাক মারেন তিনি।
৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান তোলার পরই বৃষ্টি হানা দেয়। সেই বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর খেলা আবার শুরু হলে দর্শকরা উইকেট বৃষ্টি দেখেন। যদিও দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথাম ও এক বছর পর টেস্ট খেলতে নামা কেন উইলিয়াসন ৯৩ রানের জুটি গড়েছিলেন। কিন্তু দলীয় ৯৪ রানের মাথায় উইলিয়ামসন ৬ চারে ৫২ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
তাতে ১৪৮ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে টম ব্লানডেল (২৯), মাইকেল ব্রেসওয়েল (৪৭) ও নাথান স্মিথের ব্যাটে ২৩১ পর্যন্ত যেতে পারে ব্ল্যাকক্যাপসরা।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ২টি, গ্রেয়াভেস ২টি ও অভিষিক্ত ওজয় শিল্ডস ২টি উইকেট নেন।