বিনোদন

শাকিব খানের যে পরামর্শ মেনে চলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কয়েক বছর ধরে কিছুটা বিরতি নিলেও নতুন রূপে ফিরেছেন আরো আত্মবিশ্বাসী হয়ে। ওজন কমিয়ে, স্টাইলিশ লুকে হাজির হয়ে ভক্তদের দৃষ্টি কাড়ছেন। নতুন সিনেমায় নাম লেখানো থেকে শুরু করে শো-রুম বা পার্লার উদ্বোধন—পেশাগতভাবে তিনি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি একটি পার্লার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন—ব্যক্তিজীবন নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না। তিনি বলেন, “আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্ক তৈরি করবে। মিডিয়ায় এমন কিছুই তুলব না, যা আমার পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।” 

নিজের পরিবর্তিত লুক ও সৌন্দর্যের রহস্য নিয়ে হাসিমুখে এই নায়িকা বলেন, “আমি মনে করি মানুষ ভালোবাসা পেলে আরো সুন্দর হয়। আমি আমার ভক্ত আর ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।” 

আব্রাহাম খান জয় ও শাকিব খান—বাবা-ছেলের সম্পর্ক নিয়ে এ সময় প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে অপু বিশ্বাস হেসে পাল্টা প্রশ্ন রাখেন, “আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক কেমন—এটা কি প্রশ্ন করার মতো বিষয়?” 

এরপরই নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ব্যক্তিজীবনকে কাজে না আনার উপদেশটি দিয়েছেন স্বয়ং শাকিব খানই। অপু বিশ্বাসের ভাষায়, “আমাকে লিটারেলি তিনি (শাকিব খান) বলেছেন—‘তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি শুধু অপু বিশ্বাস। তোমার প্রফেশনকে প্রাধান্য দেবে, ব্যক্তিজীবনকে নয়।’ তিনি নিজেও সবসময় কাজের জায়গা নিয়েই কথা বলেন। তারই পরামর্শে আমিও ব্যক্তিজীবন থেকে পেশাকে আলাদা রাখছি।”