ক্যাম্পাস

বেরোবিতে শিক্ষার্থীকে ছাত্রদল নেত্রীর মামলার হুমকি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের এক নেত্রী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে মামলার হুমকি দিয়েছেন।

‎কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান রহমানের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলার হুমকি দেন বেরোবি শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক আসমা আক্তার খুশি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে ব্রাকসু নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের উত্তরগেটে শিক্ষার্থীরা তালা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতারা বাধা দেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের এই কাজের সমালোচনা করে নাইমুর রহমান ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে বেরোবি ছাত্রদলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার খুশি মামলা দেওয়ার হুমকি দেন।

সোমবার (১ ডিসেম্বর ) বিকাল ৫টায় প্রসাশনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রাথমিক ভোটার তালিকা সরবরাহ করেছে, তাতে উল্লেখযোগ্য ভুল পাওয়া গেছে। তালিকায় শিক্ষার্থীদের অসম্পূর্ণ তথ্য, বানান বিভ্রাট, অনুপস্থিত নাম এবং হালনাগাদ না থাকা তথ্যের মতো সমস্যা রয়েছে। এসব ত্রুটি সংশোধন না হলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে কমিশন মনে করে।

এ বিষয়ে মামলার হুমকি পাওয়া শিক্ষার্থী নাইমুর বলেন, ‘‘অতীত থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি ছাত্রলীগের দেখানো পথ অনুসরণ করে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ছাত্রদলের নেতাকর্মীদের কাছে একজন শিক্ষার্থী হিসেবে আমার অনুরোধ, তারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুক, কারো বাকস্বাধীনতায় হস্তক্ষেপ না করে সমালোচনাগুলো পজিটিভলি গ্রহণ করে নিজেদের পুরনো ধাঁচের রাজনীতি পরিহার করে শিক্ষার্থীদের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করুন।’’

‎মামলার হুমকির বিষয়ে আসমা আক্তার খুশি বলেন, ‘‘তিনি খারাপ ভাষা ব্যবহার করেছেন। নবগঠিত যারা আমরা ছাত্রদলে যুক্ত হয়েছি, তাদের নিদিষ্ট করে বলেছেন। এছাড়াও আমার দল নিয়ে খারাপ কথা বললে কেন? এখানে দল কে টানা হচ্ছে কেন? দল তার কী করল? আমরাও তো যৌক্তিক সময়ে নির্বাচন চাই।’’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ‘‘এ বিষয় আমি কিছুই জানি না।’’