স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “বিদেশমুখীতা কমাতে এবং দেশেই সর্বোচ্চ মানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সংযোজন ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসে বাংলাদেশ–চীন যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি) ও পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টার ভাষ্য, “দেশের ধনী–গরিব নির্বিশেষে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।”
এ সময় তিনি স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
চীন সরকারের সহায়তায় হাসপাতালটিতে ৩৯টি নতুন সিসিইউ বেড এবং ১০ শয্যার ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে চীনা বিশেষজ্ঞ দল প্রশিক্ষণ দেবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সাইদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং এনআইসিভিডির পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
এছাড়া চীনের ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র দফতরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন এবং চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং উপস্থিত ছিলেন।