সারা বাংলা

সিলেট বিভাগের ৩৯ থানায় নতুন ওসি 

লটারির মাধ্যমে সিলেট বিভাগের চার জেলার ৩৯টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গেছে, সম্প্রতি লটারির মাধ্যমে ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। তবে, সিলেটের মেট্রোপলিটন থানার ওসিকে পদায়ন করা হয়নি।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট থানায় মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ থানায় মাহফুজ ইমতিয়াজ ভূইয়া, বিশ্বনাথ থানায় গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ থানায় মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার থানায় মো. ওমর ফারুক, ওসমানী নগর থানায় মো. মুর্শেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর থানায় মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানায় মো. আমিনুল ইসলাম এবং ফেঞ্চুগঞ্জ থানায় আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরকে পদায়ন করা হয়েছে।  

সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় মো. রকিবুজ্জামান, দোয়ারাবাজার থানায় তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর থানায় মো. রতন শেখ, দিরাই থানায় এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানায় এ কে এম শাহাবুদ্দিন শাহিন, জামালগঞ্জ থানায় মো. বন্দে আলী, ছাতক থানায় মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর থানায় মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা থানায় মো. শহীদ উল্লাহ, শান্তিগঞ্জ থানায় মো. ওলি উল্লাহ, বিশ্বম্ভরপুর থানায় জাহিদুল ইসলাম এবং তাহিরপুর থানায় মো. আমিনুল ইসলাম নতুন ওসি হয়েছেন।  

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় মো. মুনায়েম মিয়া, শায়েস্তগঞ্জ থানায় মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর থানায় মো. দেলোয়ার হোসেন, মাধবপুর থানায় মো. মাহবুব মুর্শেদ খান, বাহুবল থানায় মো. সাইফুল ইসলাম, চুনারুঘাট থানায় শফিকুল ইসলাম, বানিয়াচং থানায় শরিফ আহমেদ, আজমীরিগঞ্জ থানায় আকবর হোসেন এবং লাখাই থানায় মো. জাহিদুল হককে পদায়ন করা হয়েছে।  

মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বড়লেখা থানায় মো. মনিরুজ্জামান খান, কুলাউড়া থানায় মনিরুজ্জামান মোল্লা, মৌলভীবাজার সদর থানায় মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানায় শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানায় মো. আব্দুল আওয়াল, জুড়ী থানায় দিলীপ কান্তি নাথকে পদায়ন করা হয়েছে।