খেলাধুলা

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচ সিরিজ খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর প্রস্তুতি শুরু করতে আগামী বছরের জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে দলটি সফরে যাবে এবং সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে ৭, ৯ ও ১১ জানুয়ারি।

নতুন বছরের শুরুতে পাকিস্তানের এটিই প্রথম হোয়াইট-বল সিরিজ। পিসিবির মতে, এই সংক্ষিপ্ত সফর বিশ্বকাপের আগে দলকে ‘অমূল্য ম্যাচ প্র্যাকটিস’ এর সুযোগ দেবে। উল্লেখযোগ্য বিষয় হলো- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়।

গত ছয় মাস ধরেই পিসিবি টি-টোয়েন্টি ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০২৫ সালের মে মাসে পিএসএল শেষ হওয়ার পর পাকিস্তান টানা খেলেছে। বাংলাদেশের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর, দুটি ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরেকটি সিরিজ। এই সব মিলিয়ে পাকিস্তান হেরেছে কেবল বাংলাদেশের মাঠে সিরিজ ও এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে।

অন্যদিকে শ্রীলঙ্কাও পাকিস্তান সফর শেষ করে ফিরেছে। তিন সপ্তাহের সেই সফরে তারা খেলেছে তিনটি ওয়ানডে এবং একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে জিম্বাবুয়ে ছিল তৃতীয় দল।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের সামনে আছে আরও বড় লড়াই। আর সেটা হলো জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার তারা শ্রীলঙ্কায় ফিরে যাবে বিশ্বকাপ খেলতে, যেটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ‘গ্রুপ-এ’ তে। কলম্বোতে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ- ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র।