সারা বাংলা

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ভুট্টোর বড় ভাই এনায়েত হোসেন (৬৭) মারা গেছেন।

মঙ্গলবার (২ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া এনায়েত একই গ্রামের বাসিন্দা। 

নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন ভুট্টো জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে চা পান করার জন্য রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন এনায়েত। কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে প্রথমে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে এনায়েত মারা যান।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালিয়া থানার ডিউটি অফিসার এসআই তারিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।