বিনোদন

বড়দা মিঠুর ‘দেনা–পাওনা’

নাটক ও সিনেমা—দুই পর্দায়ই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু। প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু হলেও অভিনয় জগতে বড়দা মিঠু নামেই বেশি পরিচিত। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের আস্থা কুড়িয়েছেন এই অভিনেতা। 

বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বড়দা মিঠু। তার মধ্যে উল্লেখযোগ্য শাকিব খান অভিনীত ও সাকিব ফাহাদ পরিচালিত ‘প্রিন্স’, বদিউল আলম খোকনের ‘তছনছ’ এবং সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা–পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা–পাওনা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি। 

সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন একজন জমিদারের চরিত্রে। অভিজ্ঞ এই অভিনেতা বলেন, “আমি জমিদারের চরিত্রে অভিনয় করেছি। দারুণ একটি গল্পে কাজের সুযোগ পেয়েছি। আর শাকিবের প্রিন্স সিনেমায় আমাকে দেখা যাবে নতুন একটি চরিত্রে। আশা করছি, আসন্ন আমার কাজগুলো দর্শকরা পছন্দ করবেন।” 

এ ছাড়া বড়দা মিঠুর আরো বেশ কয়েকটি সিনেমা ও নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে যুক্ত রাখতে চান এই দক্ষ অভিনেতা।