খেলাধুলা

বিশ্বকাপেও থাকবেন আশরাফুল

আয়ারল‌্যান্ড সিরিজের জন‌্য জাতীয় দলের ব‌্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক আশরাফুলকে জাতীয় দলের পরবর্তী অ‌্যাসাইনমেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে।

রাইজিংবিডিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শেষে ব‌্যাটিং নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিল দল। ব্যাটিং ব্যর্থতা, অনিয়মিত পারফরম্যান্স, আত্মবিশ্বাসের সংকট; সব মিলিয়ে ব‌্যাকগিয়ারে ছুটছিলেন ব‌্যাটসম‌্যানরা। প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন নিজের দায়িত্বের পাশাপাশি ব‌্যাটিং নিয়েও কাজ করছিলেন। কিন্তু বোর্ডের বাড়তি একজন ব‌্যাটিং কোচের অভাব অনুভব হয়। 

আয়ারল‌্যান্ড সিরিজে তাই আশরাফুলকে ব‌্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় আমিনুল ইসলামের বোর্ড। আইসিসি থেকে লেভেল থ্রি কোচিং শেষ করা আশরাফুল প্রথমে যুক্ত হন টেস্ট দলে। পরে টি-টোয়েন্টিতে।

অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে। কখনো বল থ্রো করেছেন। কখনো নিজেই স্পিনার হয়ে বোলিং করেছেন। কখনো তাকে আম্পায়ার, ফিল্ডিং কোচ এবং স্পিনারদের সঙ্গেও কাজ করতে দেখা গেছে। ব‌্যাটসম‌্যানদের সঙ্গে অফুরন্ত সময় কাটানো, কথা বলার কাজ করেছেন তিনি। যা বেশ ভালোভাবেই চোখে পড়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের। এজন‌্য আশরাফুলকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাখতে চান নাজমুল আবেদীন।

‘‘হ‌্যাঁ আশরাফুল থাকবে। দলের সঙ্গে বিশ্বকাপেও কাজ করবে। আমরা তাদের কাজে, নিবেদনে খুশি। প্রথমবার জাতীয় দলের প‌্যানেলে এসেছে। এটা ভালো দিক। সামনে থাকলে আরও কাজ করার সুযোগ পাবে। রাতারাতি তো কোনো ব‌্যাটসম‌্যানের উন্নতি করা এবং কোচিং স্টাফদেরও উন্নতি করানো সম্ভব না। সব কিছু একটা প্রক্রিয়ার অংশ। আশরাফুল সেই প্রক্রিয়ারই অংশ।’’