সিরাজগঞ্জের তাড়াশে অনৈতিক সম্পর্কের জের ধরে আয়নাল হক (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িত থাকায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল হকের মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তর পাড়ায় তাকে পেটানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—দেশীগ্রাম উত্তর পাড়ার বাহের আলীর ছেলে আমির হোসেন ও নুরুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর পাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন ও পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। বুধবার বিকেলে আয়নাল হক তার প্রেমিকা সাকিরুনের বাড়িতে যান। বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা ও ভাইসহ কয়েকজন আয়নালকে আটকে মারধর করেন। আয়নাল হকের পরিবারের লোকজন তাকে নিয়ে সাকিরুনের বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন আয়নাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আয়নাল হক মারা যান।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।