ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংটটা সুবিধার হয়নি নিউ জিল্যান্ডে। ৭০.৩ ওভারে তারা অলআউট হয়েছিল ২৩১ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়েছিল আরও খারাপ। নিউ জিল্যান্ডের বোলিং তোপে তারা ৭৫.৪ ওভারে অলআউট হয় ১৬৭ রানে।
৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউ জিল্যান্ড। টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৯৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে। তাতে কিউইদের লিড হয়েছে ৪৮১ রানের।
বিনা উইকেটে ৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউ জিল্যান্ড। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে ৮৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। ওজে শিল্ডসের বলে আউট হয়ে ফিরেন ডেভন কনওয়ে (৩৭)। ১০০ রানের মাথায় কেন উইলিয়ামসন (৯) ফিরেন কেমার রোচের বলে আউট হয়ে।
সেখান থেকে ল্যাথাম ও রাচিন তৃতীয় উইকেটে ২৭৯ রানের জুটি গড়ে রান পাহাড় গড়েন। দলীয় ৩৭৯ রানের মাথায় ল্যাথাম ফিরেন রোচের দ্বিতীয় শিকার হয়ে। ২৫০ বলে ১২ চারে ১৪৫ রান করে যান তিনি। ৪১০ রানের মাথায় আউট হন রাচিনও। তাকে ফেরান শিল্ডস। যাওয়ার আগে ১৮৫ বলে ২৭টি চার ও ১ ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলে যান।
এরপর উইল ইয়াং ও মাইকেল ব্রেসওয়েল অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। ইয়াং ২১ ও ব্রেসওয়েল ৬ রানে অপরাজিত আছেন।