চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় আসাদুজ্জামান নামে এক কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। সন্ত্রাসীরা একে অন্যকে ‘গুলি কর’ বলে চিৎকার করলে চালক গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র এইচএম কবির জানান, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফিরছিলেন কাস্টমস-এর রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান। আগ্রাবাদ এলাকায় তার গাড়ি সন্ত্রাসীদের হামলার শিকার হয়। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে আসাদুজ্জামানের ওপর হামলার চেষ্টা করে।
এক পর্যায়ে হামলাকারীরা গুলি কর বলে একে অপরের প্রতি চিৎকার করে। চালক দ্রুত গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আসাদুজ্জামান নিরাপদ আছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এইচএম কবির।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। হামলায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।”