ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ। গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইকং গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ওসি আনোয়ার আলম আজাদ জানান, ইয়াবার বড় চালান টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছে— এমন খবর পেয়ে পুলিশ গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী কালো রঙের নোহা স্কয়ার মাইক্রোবাস তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
ইব্রাহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।