সারা বাংলা

সিলেট মহানগরের ৬ থানার ওসি বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিদের বদলি করা হয়। পুলিশ বলছে, দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরো জোরদার করতেই তাদের বদলি করা হয়েছে।

অদেশ অনুযায়ী, সিলেট কোতোয়ালি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায়, শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায়, জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায়, মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় পাঠানো হয়েছে। ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।