চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাইক্রোবাসের চালক বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিমানবন্দর অভিমুখী মাইক্রোবাসটি নয়াহাট ফরহাদাবাদ স্কুল অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক কাওসার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মাইক্রোবাসের ৫ যাত্রী।
মো. শাহেদ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।