সারা বাংলা

গোপালগঞ্জে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদারের (৫১) বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার আট দিন পর ওই শিক্ষার্থী (১৪) আত্মহত্যা করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত শিক্ষক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে।

নিহতের মা অভিযোগ করে বলেন, ‘‘মাহমুদুল হাসান মাদ্রাসা ছুটির পরে আমার মেয়েকে ধর্ষণ করে। পরে সে বাড়িতে এসে আমাদের জানায়। কিন্তু তখনও বুঝতে পারিনি মেয়ে এত বড় সিদ্ধান্ত নেবে, আমাদের ছেড়ে চলে যাবে। আমি আমার মেয়ের ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্ত ফাঁসি চাই।’’ 

মুকসুদপুর থানার ইন্সপেক্টর শীতলচন্দ্র পাল জানান, বামনডাঙ্গা মহিলা মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।