রাজনীতি

সিসিইউতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ডা. জাহিদের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সাক্ষাৎ শেষে ডা. জাহিদের বরাত দিয়ে শায়রুল বলেন, “নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে তা দল ও পরিবারকে জানানো হবে। আপাতত মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে চেয়ারপারসনকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার দায়িত্বে থাকা দেশি-বিদেশি চিকিৎসক দল নিয়মিতভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।”

এদিকে দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। তারা সবার কাছে দোয়া ও শুভকামনা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।