সারা বাংলা

কলেজ শিক্ষকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা 

বরগুনায় নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। দুর্বৃত্তদের কোপে দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। 

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। 

আহত শিক্ষক মো. লিটন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার প্রতিবেশী আলতাফ, বারেক ও নাদিমসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিল। আদালত আমাদের পক্ষে রায় দিলে ক্ষুব্ধ হয়েছে তারা। আমি সন্দেহ করছি তারাই আমাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে।” 

এ ঘটনায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “আমরা বিষয়টি অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”