গাজীপুরের কালীগঞ্জে মো. মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে হত্যাকাণ্ডটি ঘটে।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মনির পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। এলাকার মানুষের কাছে তিনি শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
এসআই জামাল উদ্দিন বলেন, “এলাকাবাসী ঘটনাটি দেখে উলুখোলা ফাঁড়িকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটতে পার। সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”