মারা যাওয়া এক আত্মীয়কে দেখে ফেরার পথে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার ইথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৫৯) ও রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা সম্পর্ক শাশুড়ি ও পুত্রবধূ।
আহতরা হলেন- ময়ুরী (২৩), রোমা আক্তার (৪৫), শরিফা (৪৫), রওশনারা (৪০), আমেনা (৩৮), রাহেনা (৪৫) ও ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫)।
নিহতদের পরিবারের সদস্য বাবুল হাসান জানান, শনিবার সকালে সদর উপজেলার শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাট এলাকায় তাদের এক স্বজন মারা যান। তাকে দেখতে পরিবারের সদস্যরা ইজিবাইকে করে সেখানে যান। সন্ধ্যায় ফেরার পথে চুনিয়াপাড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক পরিবারের সদস্যদের বহনকরা ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই খাদিজা বেগম মারা যান।
আহত অবস্থায় ইজিবাইক চালকসহ আটজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুরুন্নবী জানান, শনিবার সন্ধ্যায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চুনিয়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী মারা গেছেন। সাতজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।