সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামার সময় মো. মজনু মিয়া (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার (ইনচার্জ) আবু হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পুরোপুরি থামার আগেই নামার চেষ্টা করলে পড়ে যান মজনু মিয়া। এতে তার মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। স্টেশনের কর্মচারীরা তাকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছার এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মজনু মিয়া মারা যান।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেছেন, মজনু মিয়ার মরদেহ রবিবার সকালে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।