ঝিনাইদহে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জুয়েল রানা (৩০) পলাতক।
রবিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল হোসেন ও জুয়েল রানা একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রবিবার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’