সারা বাংলা

গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে পাঁচতলা থেকে পড়ে মো. রাসেল (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার ভবন থেকে পড়ে যান তিনি। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার সিঅ্যান্ডবি মোড়ের কাছে ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

রাসেলের বাবা দুলাল মিয়া জানিয়েছেন, তার ছেলে আরো পাঁচজন শ্রমিকের সঙ্গে ঠিকাদার রফিকের অধীনে কাজ করছিলেন। হঠাৎ নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন রাসেল। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।ঠি

কাদার মো. রফিক বলেছেন, “অন্য শ্রমিকদের সঙ্গে রাসেলও কাজ করছিল। হঠাৎ মাচা ভেঙে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষক–শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেছেন, নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসেছেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।