সারা বাংলা

গাইবান্ধায় তরুণের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ

গাইবান্ধায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রুবেল মিয়া (২৭) নামে এক তরুণের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা পৌর এলাকার শাপলা মিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রুবেল মিয়া গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোকাব্বর আলীর ছেলে। 

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য দিয়েছেন।

গুরুতর আহত রুবেল মিয়াকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর কথা।

ওসি জানান, রুবেল মিয়া তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে শাপলা মিল এলাকার সুখনগরে দেখা করতে যান। তখন জমি নিয়ে বিরোধের জেরে মোশারফের প্রতিপক্ষ একই এলাকার বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রুবেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলাম বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘাতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাবু গ্রুপের পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”