সারা বাংলা

ডাব চুরি দেখে ফেলায় মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করার সময় দেখে ফেলায় চোরদের মারধরের শিকার হয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। ওই দুই চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোয়াজ্জেম শিকদার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মৃত আফসার শিকদারের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন—একই গ্রামের আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (২০) ও তারা মিয়ার ছেলে মুন্না মিয়া (২৩)।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো. মুন্না মিয়া ও মো. হাসিব ফকির নামে দুই যুবক ডাব চুরি করতে যান। ডাব চুরির সময় টের পেয়ে দুই ডাব চোরকে ধরে ফেলেন মোয়াজ্জেম শিকদার। এ সময় চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে গাছের মালিক মোয়াজ্জেম শিকদারকে কিল-ঘুসি মারেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে মোয়াজ্জেম শিকদার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, মোয়াজ্জেম শিকদারের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।