বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহীতে আট নারীকে ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে সিটি করপোরেশন পর্যায়ে ৩ জন এবং জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
এ বছরে রাজশাহী সিটি করপোরেশন পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে হড়গ্রাম বাজারের হাছিনা ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে শালবাগান পাওয়ার হাউস মোড়ের নুরজাহান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে দাসপুকুরের শারমিন বেগম নির্বাচিত হন। এছাড়া জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতেও হড়গ্রাম বাজারের হাছিনা ইয়াসমিন পুরস্কার পান।
আর শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহীর পুঠিয়ার পচামাড়িয়ার সুমনা সরকার, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর উপজেলার মহব্বতপুরের রাশেদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে চারঘাটের মেরামতপুরের রাজিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বাঘা উপজেলার মুর্শিদপুরের আরিফা জেসমিন নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।