ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের কর্মশালা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য এথিক্স, ক্যারিয়ার প্ল্যানিং, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারভিউ হ্যাক্স শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক সুমনকান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। 

কর্মশালার সভাপতিত্ব করেন, আইকিউ এসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউ এসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত)  ড. তানভীর আহমেদ।