ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণা করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন এ রাজনৈতিক দলটি প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে। বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে হবে এনসিপির নবীন রাজনীতিকদের।
দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ আসনে আ হ ম শামসুল মুকতাদিরকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে এনসিপি। বগুড়া-৭ এবং ফেনী-১ আসনেও খালেদা জিয়াকে প্রার্থী করেছে বিএনপি। এ দুটি আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি এনসিপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। এখানে এনসিপির মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ-আল-ওয়াকি।
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌসকে প্রার্থী করছে জাতীয় নাগরিক পার্টি।
খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী এবং জামায়াতের প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি এনসিপি।
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনেও এখনো প্রার্থী দেয়নি এনসিপি।
কক্সবাজার-১ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী করেছে বিএনপি। এনসিপি মো. মাইমুল আহসাম খানকে এ আসনে মনোনয়ন দিয়েছে।