বিনোদন

ফের বাবা হলেন অপূর্ব

কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন। যেখানে তিনি তার কন্যা সন্তানের জন্য প্রার্থনা ও ভালোবাসা চেয়েছেন।

অপূর্ব  লিখেছেন,  ‘‘আলহামদুলিল্লাহ! অশেষ আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সুন্দর কন্যাসন্তান পৃথিবীতে আগমন করেছে। স্বাগতম, আমাদের সোনার মেয়ে আনায়া!’’

পোস্টের এ পর্যায়ে অপূর্ব তিনটি হার্ট সিম্বল যোগ করে দিয়েছেন। এই জনপ্রিয় অভিনেতা আরও লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট রাজকন্যার জন্য দোয়া করবেন। আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’’

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ আগস্ট অপূর্বর উত্তরার বাসায় যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অপূর্ব। পরিবারের সদস্য ছাড়া সে অর্থে কেউ খবরটি জানতেন না। বাগদানের কিছুদিন পর তার বিয়ের জোর গুঞ্জন শুরু হয়। সর্বশেষ ওই বছর ১ সেপ্টেম্বর বাগদানের কথা স্বীকার করেন অপূর্ব। ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ এই যুগল। অপূর্বর স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন‌্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।