টাঙ্গাইলের সখিপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রাতে ঘাটাইলের সাপমারা লক্ষ্মীন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর কাওসার বাঁধন জানান, গত ১৭ নভেম্বর মোমিন মিয়া স্কুলছাত্রীকে প্রথমে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে কিশোরীর শরীরে তরল জাতীয় কিছু ছিটিয়ে অসুস্থ করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির নানী বাদী হয়ে ২০ নভেম্বর সখিপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মোমিনকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।