আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা চলছে। নেতাকর্মীরা ভিড় করছেন হাদির খোঁজ-খবর নিতে।
এই ঘটনায় ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
রমনা বিভাগের পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।”
সরেজমিন দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।