ভেনেজুয়েলার প্রেসিডন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ প্রয়োগ করতে দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভেনেজুয়েলায় স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য নতুন হুমকি জারি করেছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্যারিবীয় অঞ্চলে ‘জলদস্যুতার যুগ’ শুরু করার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের তিন ভাগ্নে, সেইসাথে ছয়টি অপরিশোধিত তেল সুপারট্যাঙ্কার এবং তাদের সাথে যুক্ত শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন ট্রেজারি বিভাগ অভিযোগ করেছে, জাহাজগুলো ‘প্রতারণামূলক এবং অনিরাপদ শিপিং অনুশীলনে জড়িত ছিল এবং মাদুরোর দুর্নীতিগ্রস্ত মাদক-সন্ত্রাসবাদী শাসনকে জ্বালানি দেওয়ার জন্য আর্থিক সংস্থান করছে।’
রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর অভ্যন্তরীণ শিপিং নথি অনুসারে, লক্ষ্যবস্তু করা জাহাজগুলো সম্প্রতি ভেনেজুয়েলায় অপরিশোধিত তেল লোড করছে। ট্যাঙ্কারগুলোর মধ্যে চারটি পানামার পতাকাবাহী, বাকি দুটি কুক দ্বীপপুঞ্জ এবং হংকংয়ের পতাকাবাহী।
বৃহস্পতিবার রাতে ট্রাম্প ভেনেজুয়েলা থেকে স্থলপথে যুক্তরাষ্ট্রে আসা সন্দেহভাজন মাদকদ্রব্যের চালানের উপর শিগগিরই হামলা শুরু করার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার মাদুরো ভেনেজুয়েলার জাহাজ আটকের প্রতিক্রিয়ায় বলেছেন, “তারা ক্রুদের অপহরণ করেছে, জাহাজ চুরি করেছে এবং ক্যারিবিয়ান অঞ্চলে অপরাধমূলক নৌ জলদস্যুতার যুগের সূচনা করেছে।”