ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের কিছুক্ষণ পর বিজয়নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর মাত্র একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছে কেন ও কী কারণে হাদি গুলিবিদ্ধ হয়েছেন।”
তিনি বলেন, “পুলিশ খতিয়ে দেখবে এটি নির্বাচনি কারণে, রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে ঘটেছে। আমরা শুধু এটুকুই বলতে পারি, নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”