বিনোদন

‘ফিরে এসো প্রিয় ওসমান হাদি’

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত ওসমান হাদি জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। আকস্মিক এ ঘটনায় বিস্মিত দেশবাসী। 

রাজনৈতিক অঙ্গনের অনেকে ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন। অনেকে প্রার্থনা করছেন তার সুস্থতার জন্য। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার সুস্থতা কামনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ গায়ক লেখেন, “ফিরে এসো প্রিয় ওসমান হাদি...।” 

আসিফ আকবর পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ১২ হাজারের বেশি। মন্তব্য জমা পড়েছে প্রায় ৭০০টি। তরিকুল ইসলাম লেখেন, “হাদিরা মরে না তারা ফিরে আসে বারবার।” নাজিম লেখেন, “এই হাদি বেঁচে ফিরুক, মহাকাব্য রচনা করুন রাজনীতিতে।” সাইফুল তালুকদার লেখেন, “নব্য স্বৈরাচার উৎখাতে ছাত্র-জনতা‌ সর্বদা প্রস্তুত! দলমত নির্বিশেষে হাদির কাতারে দাঁড়াবার মতো উদ্যমীদের অভাব হবে না ইনশাল্লাহ।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জুমার নামাজের পর বিকেল ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল।  

এদিকে, দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।