ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। কিন্তু এই জয়ে শুধু সিরিজই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলেও জমে গেল নতুন উত্তেজনা। ব্ল্যাক ক্যাপস উঠে গেল শীর্ষসারিতে। আর পিছিয়ে পড়ল পাকিস্তান ও ভারত।
দ্বিতীয় টেস্টে শুরু থেকেই জ্বলে ওঠে কিউই বোলাররা। প্রথম ইনিংসে ব্লেয়ার টিকনার ৪টি এবং মাইকেল রে ৩টি উইকেট তুলে নিয়ে মাত্র ২০৫ রানে গুটিয়ে দেন ক্যারিবীয়দের। এরপর ডেভন কনওয়ে (৬০) ও মিচেল হে (৬১) ব্যাট হাতে নিশ্চিত করেন ৭৩ রানের লিড।
দ্বিতীয় ইনিংসেও একই ছবি। দুর্বল ব্যাটিং আর কিউই পেসারদের দুর্দান্ত শাসন। তাতে মাত্র ১২৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জ্যাকব ডাফি ঝলসে ওঠেন পাঁচ উইকেট নিয়ে। রে নেন আরও ৩টি। জয়ের জন্য নিউ জিল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ৫৬। যা সহজেই এক উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
ওয়েলিংটনের জয়ের পর নিউ জিল্যান্ডের জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৬৬.৬৭। যা তাদের এক লাফে ছয় নম্বর থেকে তৃতীয় স্থানে তুলে এনেছে, শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে। ফলে পিছিয়ে পড়েছে পাকিস্তান এবং ভারত। অস্ট্রেলিয়া এখনও শীর্ষে অপরাজিত ৫ জয়ে (১০০%)। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।
কিউইদের এই দাপুটে জয়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারত শিবিরে। শুভমান গিলরা ম্যাচ শুরুর আগে যেখানে ছিল পাঁচে, সেখান থেকে এখন নেমে গেছে ছয়ে। জয় ৪, হার ৪, ড্র ১; মোট ৯ ম্যাচে জয়ের শতাংশ মাত্র ৪৮.১৫। দুই ম্যাচ খেলে একটিতে জিতে ও একটিতে হেরে জয়ের শতাংশ ৫০ নিয়ে পাকিস্তান আছে পঞ্চম স্থানে।
তাদের নিচে আছে ইংল্যান্ড, বাংলাদেশ এবং তালিকার একদম শেষে সংগ্রামরত ওয়েস্ট ইন্ডিজ।