রাজনীতি

নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে বিস্ফোরণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোয়ায় আচ্ছান্ন হয়ে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‍এ দুটি ককটেল নয়, পটকাজাতীয় বস্তু। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাওডার পাওয়া গেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।