যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন পাগলাদাহ নোয়াপাড়া এলাকায় শহিদ (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শহিদ পাগলদাহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন শহিদ। এ সময় একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। শহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’’