নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
তিনি বলেন, ‘‘নাজমুল মোস্তফা আমিন গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন, যা নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ৯ নম্বর ধারা লঙ্ঘন। এ কারণে বিধান অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’
এর আগে, দুপুরে কর্ণফুলী থেকে লোহাগাড়া পর্যন্ত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন নাজমুল মোস্তফা আমিন। যা নিজের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করেন তিনি।
নির্বাচনি আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী, প্রচারণার সময় কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলসহ কোনো যান্ত্রিক যান ব্যবহার করে মিছিল, জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম জরিমানা গুনলেন নাজমুল মোস্তফা আমিন।