খেলাধুলা

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ঢাকায়

গায়ে কালো টি-শার্ট। নিচে ছাই রঙা ট্রাউজার। একদম সাদামাটা। বিমানবন্দরের ভিভিআই টার্মিনাল দিয়ে শোয়েব আখতারকে দেখা গেল চেনা রূপে। আশেপাশের মানুষ নিরাপত্তা না দিলে বোঝার উপায় থাকত না, কোনো তারকা মাত্রই বাংলাদেশে পা রেখেছেন।

বিশ্বের সবচেয়ে গতিময় ডেলিভারিটি বের হয়েছিল তার হাত থেকেই। সেই শোয়েব আখতারকে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে। আসন্ন বিপিএলে ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। রাতে দুবাই হয়ে বাংলাদেশে এসেছেন শোয়েব।

শোয়েবকে স্বাগত জানিয়ে ঢাকা ক‌্যাপিটালস লিখেছেন, ‘‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস চলে এসেছে।’’  ঢাকা ক‌্যাপিটালসের আশা, শোয়েব আখতারের বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ের মানসিকতা এবং নেতৃত্ব মাঠে এবং মাঠের বাইরে দলকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

আপাতত দুদিন ঢাকা ক‌্যাপিটালসে থাকবেন শোয়েব। রবিবার ও সোমবার নানা কার্যক্রমে যুক্ত থাকবেন। ১৬ ডিসেম্বর তার দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা। পরে আবার দলের সঙ্গে যুক্ত হবেন।