সারা বাংলা

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল খাঁ (২৩) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (১৩ ‍ডিসেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাজমুল খাঁ আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খাঁর ছেলে। 

স্বজনরা জানায়, শিশুটি শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। নাজমুল তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয় এবং ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

মেয়েকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। পরে তিনি বাড়ির পাশে শিশুটিকে দেখতে পান। প্যান্টে রক্ত দেখে মেয়ের কাছে ঘটনাটি জানতে চান তিনি। একপর্যায়ে শিশুটি তার মাকে সম্পূর্ণ ঘটনা জানায়। শিশুটিকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নাজমুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। 

ভুক্তভোগীর বাবা বলেন, “মেয়ে বাসায় ফেরার পর পোশাকে রক্তের দাগ দেখে তার মা বিষয়টি জানতে চান। তখন মেয়ে জানায়, খেলতে যাওয়ার সময় নাজমুল তাকে ডেকে নিয়ে যায় এবং তার সঙ্গে অন্যায় আচরণ করে। আমার মেয়ের সঙ্গে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

সদর হাসপাতালের চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, “মেয়েটিকে সেক্সুয়াল হ্যারাজমেন্ট করা হয়েছে এমন অভিযোগে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বাকিটা বলতে পারব।” 

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। শিশুটিকে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”