রাজনীতি

সুদানে সন্ত্রাসী হামলা: শান্তিরক্ষীদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

র‌বিবার (১৪ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, “সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যের হতাহ‌তের ঘটনায় আমি মর্মাহত। দেশের জন্য জীবন দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতীয় বীর। এই বীরদের কোনোদিন মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”                   

শহীদ সেনা সদস‌্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তা‌দের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের। একইস‌ঙ্গে আহত সদস্যদের যথাযথ চিকিৎসা দেওয়াসহ সর্বাত্মক সহ‌যো‌গিতার জন‌্য সরকা‌রের প্রতি আহ্বান জানান তিনি।