বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন।
জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের আত্মত্যাগের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন।
বিজয় দিবসকে জাতির শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে ড. দেলোয়ার হোসাইন বলেন, “বিজয় দিবসের এই কর্মসূচি আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জন্য শহীদদের অবদান সম্পর্কে আরো অবহিত করবে।”