ইনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জন্য মহান আল্লাহর কাছে আপনার দোয়া চাইবেন।
হাদির জন্য সরকারের পক্ষ থেকে তার চিকিৎসায় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।
১২ ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীরা হাদির ওপর হামলা চালায়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে সরকার।