ইয়ুথ ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলে ধরেছেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার। যুব ওয়ানডে ইতিহাসে তিনি মাত্র দ্বিতীয় ব্যাটার এবং প্রথম ভারতীয়, যিনি দুইশ’ রানের গণ্ডি ছুঁতে পারলেন।
দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’ ম্যাচে কুন্ডু খেলেন ১২৫ বলে ২০৯ রানের বিস্ফোরক ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৭টি চার ও ৯টি ছক্কা। এই দুর্দান্ত ইনিংসের ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে বিশাল ৪০৮ রান, ৭ উইকেট হারিয়ে।
এই ইনিংসের মাধ্যমে কুন্ডু ভেঙে দেন ভারতীয় যুব ক্রিকেটে দীর্ঘ ২৩ বছর ধরে অটুট থাকা একটি রেকর্ড। এতদিন ইয়ুথ ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তি ছিল আম্বাতি রাইডুর। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে পেছনে ফেললেন কুন্ডু।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার জোরিখ ফান শালকভাইক প্রথম যুব ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। এবার সেই এলিট তালিকায় নিজের নাম লেখালেন অভিজ্ঞান কুন্ডু।
ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে আত্মবিশ্বাসী কুন্ডু বলেন, “নকআউট পর্বে যেতে পারাটা গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য থাকবে সুযোগগুলো কাজে লাগানো এবং বড় ইনিংস খেলা।”
রাইডুর রেকর্ড ভাঙার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “একটি রেকর্ড গড়তে পারাটা দারুণ অনুভূতি। সামনে বড় মঞ্চে নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করব।”
ইনিংস গঠনের ভাবনা নিয়ে কুন্ডু বলেন, “উইকেট ভালো ছিল, বাউন্স ও পেস ছিল সহায়ক। জানতাম, সময় ধরে খেলতে পারলে রান আসবেই। আমার মানসিকতা আছে প্রয়োজন অনুযায়ী গিয়ার বদলানোর।”
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ২৬৩ রান করেছেন কুন্ডু। গড় ২৬৩ এবং স্ট্রাইক রেট ১৫১.১৪। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।
ভারতের করা ৪০৮ রানের জবাবে মালয়েশিয়া ৩২.১ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়। আর ভারত পায় ৩১৫ রানের বিশাল জয়। এই জয়ে তিন ম্যাচের তিনটিই দাপটের সঙ্গে জিতে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে তারা।