রাজনীতি

সব দলের অংশগ্রহণে নির্বাচন থেকে সরে আসেনি জাপা: শামীম

আওয়ামী লীগসহ সব দলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন চায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। নির্বাচন তফসিল ঘোষণার পরও এই অবস্থান থেকে সরে আসেনি দলটি। এমনকি যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে সেটা আইনসম্মত হয়নি বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অংশ গ্রহণের ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগসহ সব দল নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের আগের অবস্থান থেকে জাতীয় পার্টি সরে আসছে কিনা জানতে চাইলে জবাবে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেন, “আমরা মনে করি সব দলকে নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না। চৌদ্দ সালের নির্বাচনই তার বড় প্রমাণ। তবে যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এ অবস্থায় সব দলকে নিয়ে নির্বাচন করা প্রেকটিক্যাল মনে হচ্ছে না। আমরা সব দলের নির্বাচন গ্রহণ করুক এমন অবস্থান থেকে সরে আসেনি। বড়দলকে বাদ দিয়ে নির্বাচন হলে, দুর্বল ম্যান্ডেটের হবে। নির্বাচন বলে দিবে ইলেকশন কমিশনকে মানুষ ফুলের মালা না-কি জুতার মালা দেবে।”

আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতাকর্মীরা পলাতক-নির্বাচন কিভাবে করবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপরাধীর বিচার হবে, সেই বিচারগুলি পেইন্ডিং আছে। অনেকের নামে মামলা হয়েছে, তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। বাকিদের নির্বাচন করার অধিকার আছে। সেক্ষেত্রে সরকার যে আওয়ামী লীগবে ব্যান করেছে, আমি মনে করি সেটা আইনসিদ্ধ হয়নি।”

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, ইকবাল হোসেন তাপস, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, আমির উদ্দিন আহমেদ ঢালু, আবুল খায়ের, মিজানুর রহমান মিরু প্রমুখ।