রাজনীতি

লাঙল নিয়ে গঠনতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নেই ইসির: জাপা মহাসচিব

দলের চেয়ারম্যান জিএম কাদেরকে লাঙলের বৈধ মালিক উল্লেখ করে লাঙল বরাদ্দ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের গঠনতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অংশ গ্রহণের ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্বাচনি তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু লাঙল নিয়ে এখনও সুরাহা হয়নি- জাতীয় পার্টি নির্বাচন করবে কিভাবে-জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, “ওনি (সিইসি) আমাদের কনক্রিট কিছু বলেননি। উনার কাছে অনেকগুলো আবেদন আছে। তবে লাঙল প্রতীকের বিষয়ে আমাদের গঠনতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নাই ইসির।গঠনতন্ত্র মোতাবেক লাঙলের একমাত্র বৈধ মালিক জিএম কাদের। উনি যাকে লাঙল দিবেন সেই লাঙলটাই প্রাধান্য পাবে।”  

জোট নয় আপাতত একক নির্বাচন: জোট করে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে এক প্রশ্নের জবাব ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন,“আমরা একক নির্বাচন করবো। তিনশ আসনে মনোনয়ন দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে নেতাকর্মীদের দাবি তিনশ আসনে নির্বাচন করা।”

বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সঙ্গে কোন দলের আলোচনা চলছে না। এখন পর্যন্ত আমাদের একক নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে। তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই।আমরা তিনশ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়েছে।সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তবে সিদ্ধান্ত পুনবিবেচনা করব।”

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, ইকবাল হোসেন তাপস, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, আমির উদ্দিন আহমেদ ঢালু, আবুল খায়ের, মিজানুর রহমান মিরু প্রমুখ।