বিনোদন

ওরা যদি আমাকে মেরে ফেলে, তবে এটি আমার জন্য চমৎকার উপহার: চমক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানোর কারণে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত ১৫ ডিসেম্বর রুকাইয়া জাহান চমক তার ফেসবুক পেজে লাইভে এসে এমন গুরুতর অভিযোগ করেন।  

রুকাইয়া জাহান চমক বলেন, “কিছু দিন আগে হাদি ভাইয়ের সঙ্গে যেটা ঘটেছে, তা অপ্রত্যাশিত। আমি জানি, সবাই এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আমাকে কয়েকজন বললেন, ‘তুমি বাসা থেকে বের হইও না, বাসায়ই থাকো। কারণ হিট লিস্টে তোমার নাম আছে।’ আমি তখন বললাম, ‘বন্দি থাকার চেয়ে রাস্তায় নেমে যদি গুলি খাই, সেটাও আমার জন্য ভালো।’ স্বাধীনতার জন্য আমরা আজীবন কণ্ঠ তুলেছি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না।”  

দুই-তিন শ ফোন কল পেয়েছেন রুকাইয়া জাহান চমক। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “এই যে হিট লিস্টে নাম আসতেছে, হুমকি আসতেছে। কালকে আমার ফোনে অন্তত দুই-তিন শ কল আসছে। পরে নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি। এত ফোন কল, আমাকে এত হত্যার হুমকি দিচ্ছে, আমার মনে হচ্ছিল, আমি ভালো কিছু একটা করেছি। আমি আমার জীবনে দেশের জন্য কিছু একটা তো করেছি; যার জন্য এরা আমার পেছনে এভাবে লেগেছে। কিছু না করলে তো এভাবে পিছে লাগতো না। রুকাইয়া জাহান চমক তার এই জীবনে দেশের কোনো না কোনো একটা কাজে আসছে—এটা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমার জীবনটা অর্থবহ হয়ে গিয়েছে।” 

রুকাইয়া জাহান চমক

দেশের জন্য যদি রুকাইয়া জাহান চমককে হত্যা করা হয়, তবে তা সুন্দর মৃত্যু হবে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষায়—“ওরা যদি আমাকে সত্যি মেরে ফেলে, তবে এটি হবে আমার জন্য চমৎকার একটি উপহার। আমার জন্য এটা বড় আশীর্বাদ হবে। কারণ আমি আমার দেশের জন্য মরেছি। এটাকে শহীদি মৃত্যু বলে, তাই না? আমি ভীষণ উচ্ছ্বসিত। সত্তর বছর বয়সে রোগ-শোকে মারা যাওয়ার চেয়ে, দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলেছে, তা হবে সুন্দর একটি মৃত্যু।”

রুকাইয়া জাহান চমক

শুভাকাঙ্ক্ষীর চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়ে রুকাইয়া জাহান চমক বলেন, “আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাকে নিয়ে উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনারা কোনোরকম চিন্তা করবেন না। বিশ্বাস করেন, আমি যদি মরেও যাই, তবু আনন্দের সঙ্গে মারা যাব। এটা নিয়ে আমি দুঃখিত নই, আমার জন্য আপনারাও ব্যথিত হবেন না। কেউ ব্যথাতুর কোনো স্ট্যাটাসও ফেসবুকে দেবেন না। আমি যদি মারা যাই তবে গর্বের সঙ্গে মরব। বিশ্বাস করেন, এটি আমার জন্য গ্লোরিফাই ডেথ।” 

হুমকিদাতার উদ্দেশ্যে রুকাইয়া জাহান চমক বলেন, “আওয়ামী লীগের যারা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, আপনারা আমাকে নিয়ে যত বাজে কথা বলবেন, আমি মনে করি আমি ততটাই অর্থবহ কাজ করছি। আপনাদের কোনো হুমকিতে বাসায় বসে থাকব, এটা চিন্তাও করবেন না। আমাকে যদি গুলি করতে চান, অবশ্যই ফাইট করার চেষ্টা করব। তবে যদি মরে যাই, তাতে কোনো আফসোস থাকবে না।”  

রুকাইয়া জাহান চমক

হত্যার হুমকি পেয়ে আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন কি না সে বিষয়ে কিছু জানাননি রুকাইয়া জাহান চমক। তবে নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন। আল আমিন লেখেন, “যে জাতি মরণে ভয় পায় না, তাকে আর কিসে দমাবে। আপনার এই ভিডিও আমাদের অনুপ্রেরণা জোগায়।” কাজী মেহেদী লেখেন, “এমন নারীই তো দেশের জন্য চাই। অসাধারণ। আপনি দেশের সম্মানের স্থানে আছেন। চাটুকারদের দেখে শেখা উচিত।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।