কুমিল্লায় দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১৭ ডিসেম্বর) জেলার বরুড়া উপজেলার মগবাড়িতে আনুষ্ঠানিকভাবে ডিপোটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডিপোতে জ্বালানি গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ—সব কার্যক্রম পরিচালিত হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায়। আধুনিক পিএলসি (PLC) প্রযুক্তি ব্যবহারের ফলে জ্বালানি তেল পরিমাপ ও সরবরাহ হবে নির্ভুল, নিরাপদ ও স্পর্শবিহীন।
নতুন এই ডিপো থেকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি চুরি ও অপচয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বিপিসি কর্মকর্তারা জানান, এই স্বয়ংক্রিয় ডিপো দেশের জ্বালানি খাতে অটোমেশনের নতুন যুগের সূচনা করেছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও সরকারের সচিব মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অপারেশন ও পরিকল্পনা পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান, ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন, এবং কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান।
এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা ট্যাংক-লরি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।