আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র তুলতে শুরু করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তার মনোনয়ন সংগ্রহের খবরে সাধারণ মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন, “জনগণের ভালোবাসা ও উৎসাহে অনুপ্রাণিত হয়েই আমি রংপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে কিংবা কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে পাথেয় করেই আমি জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি; এসেছি মানুষের হয়ে কথা বলার জন্য। অবহেলিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হওয়ার লক্ষ্যেই এই নির্বাচনে আমার অংশগ্রহণ।”
তিনি বলেন, “আমার কোনো পিছুটান নেই, নেই কোনো ব্যক্তিগত সংসারিক দায়ভার। তাই আমার পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি রংপুর–৩ আসনের মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন।